Last Updated: Sunday, November 18, 2012, 20:29
হুগলির হরিপালে সিপিআইএমের কার্যালয়ে হামলার অভিযোগ উঠল। আজ দলের জোনাল অফিসে কৃষকসভার সম্মেলন চলছিল। সেইসময় বহিরাগতরা ইট ছোঁড়ে বলে অভিযোগ। ভেঙে যায় অফিসের জানলা। দেবাশিস বেজ নামে আহত এক সিপিআইএম সমর্থককে হরিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছে সিপিআইএম। দলের তরফে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয়েছে।