Last Updated: Monday, November 28, 2011, 11:25
টু-জি স্পেকট্রাম কাণ্ডে অভিযুক্ত কানিমোড়ির জামিনের আর্জি মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি ভি কে সালি গত ২০ মে থেকে তিহার জেলে বন্দি করুণানিধি-কন্যার জামিন আবেদন মঞ্জুর করেন।