Last Updated: Wednesday, March 19, 2014, 12:24
ওয়াশিংটনের ডাউনটাউন সিটেলে কপ্টার দুর্ঘটনায় ২ জন নিহত হলেন। কেমো নিউজ নেটওয়ার্কের এই কপ্টারটি সংবাদসংগ্রহের কাজে বেরিয়েছিল। হঠাত্ই স্পেস নেডল সেন্টারের কাছে এসে কপ্টারটিতে বিস্ফোরণে ঘটে। তীব্র আওয়াজ শুনে বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরই আগুন ছডি়য়ে পড়তে তাকে। ছুটে আসেন পুলিস কর্মীরা।