Last Updated: Wednesday, July 17, 2013, 10:58
আড্ডায় বসে বন্ধু মহেন্দ্র সিংকে একটা কথা বলেছিল সন্তোষলাল। "আচ্ছা, এমন একটা শট খেললে পারিস না, যেটা ঠিক ব্যাটসম্যানরা খেলেনা।" ধোনির প্রশ্ন ছিল সেটা আবার কেমন! বন্ধুর হাতে ব্যাট তুলে নিয়ে যে শটটা দেখিয়েছিল সেটা ভারী পছন্দ হয় ভারত অধিনায়কের। সন্তোষলাল মাহিকে শিখিয়েও দিয়েছিল সেই শট।