Last Updated: Saturday, July 28, 2012, 09:54
লন্ডনের হাইড পার্কে টানা সাড়ে ৩ ঘন্টার চোখ ধাঁধানো অনুষ্ঠানে মধ্যে দিয়েই সূচনা হল ৩০ তম অলিম্পিকের। স্লামডগ মিলিয়নিয়র খ্যাত চিত্র পরিচালক ড্যানি বয়েলের পরিকল্পনায় অনুষ্ঠান শুরুর আগে টেমস নদী দিয়ে রাজকীয় বজরায় চাপিয়ে হাইড পার্কে আনা হয় অলিম্পিকের মশাল।