highest railway brid - Latest News on highest railway brid| Breaking News in Bengali on 24ghanta.com
জম্মুতে হিমালয়ের বুকে নির্মিত হচ্ছে পৃথিবীর উচ্চতম রেলওয়ে সেতু

জম্মুতে হিমালয়ের বুকে নির্মিত হচ্ছে পৃথিবীর উচ্চতম রেলওয়ে সেতু

Last Updated: Saturday, July 12, 2014, 10:14

হিমালয়ের বুকে পৃথিবীর উচ্চতম রেলওয়ে সেতু নির্মাণ করতে ব্যস্ত ভারতের ইঞ্জিনিয়াররা। এই ব্রিজ আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার বেশি উঁচু। ২০১৬ সালে শেষ হবে এই সেতু নির্মাণের কাজ।