Last Updated: Sunday, October 16, 2011, 20:21
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার উপর চাপ বজায় রাখল রিয়াল মাদ্রিদ।বড় ম্যাচে রিয়াল বেটিসকে চার-এক গোলে হারিয়ে দিল হোসে মোরিনহোর দল।
খেলার শুরু থেকেই ম্যাচে একচ্ছত্র দাপট দেখান কাকারা। যদিও প্রথম গোলের জন্য ছেচল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে।