hindu marriage act 1 - Latest News on hindu marriage act 1| Breaking News in Bengali on 24ghanta.com
মহিলাদের সুরক্ষা দিতে নয়া বিবাহ বিচ্ছেদ আইন আনছে কেন্দ্র

মহিলাদের সুরক্ষা দিতে নয়া বিবাহ বিচ্ছেদ আইন আনছে কেন্দ্র

Last Updated: Saturday, May 19, 2012, 09:55

বিবাহ বিচ্ছেদের মামলায় মহিলাদের  আইনী সুরক্ষা দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। বিবাহ আইনে আনা হচ্ছে বেশকিছু সংশোধনী।  সংশোধনীতে বলা হয়েছে স্বামীর বসতবাড়িতে অর্ধেক মালিকানা থাকবে বিবাহ বিচ্ছিনা  স্ত্রী ও তাঁর সন্তানদের। বিয়ের আগে বা পরে  যে সময়েরই বসতবাড়ি হোক না কেন তার অর্ধেক মালিকানার ভাগিদার হবেন বিবাহ বিচ্ছিন্না মহিলা।