Last Updated: Saturday, July 7, 2012, 13:56
ভয়াবহ বন্যায় শনিবার পর্যম্ত অসমে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২১। এই বন্যায় অর্ধশতাধিক মানুষ ছাড়াও বিভিন্ন প্রজাতির প্রায় ৫৪০ টি জীবজন্তু মারা গেছে। যাদের মধ্যে অন্যতম বিশ্বখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যানের ১৩টি গন্ডার।