holi2014 - Latest News on holi2014| Breaking News in Bengali on 24ghanta.com
হোলি হ্যায়- কাশ্মীর থেকে কন্যাকুমারী মাতোয়ারা রঙের দিওয়ালিতে

হোলি হ্যায়- কাশ্মীর থেকে কন্যাকুমারী মাতোয়ারা রঙের দিওয়ালিতে

Last Updated: Monday, March 17, 2014, 12:00

হোলি হ্যায়... আজ এমন শব্দই আকাশে বাতাসে। সঙ্গে রঙীন হয়ে ওঠা। রঙের উত্‍সব হোলিতে মাতছে দেশবাসী। আজ সকাল থেকেই বারাণসী, বৃন্দাবন, উজ্জইন, আহমেদাবাদ, পাটনা, মুম্বইসহ দেশের সর্বত্রই হোলিতে সামিল হন সব বয়সের মানুষ। হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। হোলি খেলায় মেতে ওঠেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।