hong kong moon festi - Latest News on hong kong moon festi| Breaking News in Bengali on 24ghanta.com
চাঁদ রে চাঁদ রে আজা দিল কি জমিন পে তু...

চাঁদ রে চাঁদ রে আজা দিল কি জমিন পে তু...

Last Updated: Monday, September 16, 2013, 09:25

ভালবাসার মানুষটি চাইলে, আকাশ থেকে চাঁদকেও পৃথিবীতে পেড়ে আনা সম্ভব। আবহমান কাল ধরে প্রেমিকের এই অঙ্গীকার আমাদের সকলেরই চেনা। এবার সেই কাজটাই করে দেখালেন হংকংয়ের কয়েকজন শিল্পী। চাঁদকে পৃথিবীতে নামিয়ে আনলেন তাঁরা. তবে প্রিয়জনের মন রাখতে নয়। আকাশের চাঁদকে ভালবেসেই মর্ত্যে চাঁদ বানিয়েছেন তাঁরা।