Last Updated: Sunday, January 20, 2013, 09:37
রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ হল গত চারদিনের রুদ্ধশ্বাস উত্তেজনা। আলজেরিয়ায় পণবন্দিদের মুক্ত করতে চূড়ান্ত আঘাত হানল সেনাবাহিনী। অ্যামেনাস গ্যাস ক্ষেত্রটিকে জঙ্গিমুক্ত করেছে তারা। ঘটনায় ২৩ জন পণবন্দির মৃত্যু হয়েছে। মারা গেছে ৩২ জন জঙ্গিও। এখনও নিখোঁজ ব্রিটেন, নরওয়ে এবং জাপানের ২৪ জন নাগরিক। মালিতে জঙ্গি দমনে ফ্রান্সের হস্তক্ষেপের প্রতিবাদে আলজিরিয়ায় গ্যাস ক্ষেত্রের কর্মীদের পণবন্দি করা হয় বলে খবর।