Last Updated: Saturday, April 28, 2012, 12:01
কালীঘাট থানার পর এবার চারু মার্কেট থানা। ফের নিগৃহীতা মহিলার বধূনির্যাতনের বক্তব্যকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিসের বিরুদ্ধে। গত ৩ মার্চ চারু মার্কেট থানায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে এফআইআর করেন মহিলা। মহিলার পরিবারের অভিযোগ, ঘটনার পর একমাস কেটে গেলেও পুলিসের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।