Last Updated: Tuesday, January 15, 2013, 17:28
সীমান্তের উভয়দিকের গুলিগোলা বিনিময়ের আঁচ এবার এসে পড়ল খেলার ময়দানে। শিবসেনার বিক্ষোভের জেরে আইপিএলের কায়দায় শুরু হওয়া ইন্ডিয়ান হকি লিগে ভারতে খেলতে আসা নয় পাকিস্তানি খেলোয়াড় দেশে ফিরে গেলেন। আগে এই বিক্ষোভের জন্যই `মুম্বই ম্যাজিশিয়ন`-এর হোম গ্রাউন্ড বদলে দিল্লি করা হয়। প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনার আঁচ ছেড়ে দিল না ক্রিকেটকেও।