Last Updated: Monday, August 12, 2013, 21:14
চলতি বছরের সেপ্টেম্বরের ১০ তারিখেই সম্ভবত বাজারে আসছে আইফোনের নতুন নয়া অবতার আইফোন ফাইভ এস । এর সঙ্গেই স্মার্ট ফোনের বাজারে অ্যানড্রইয়েড প্রযুক্তির স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিতে অ্যাপেল তুলনামূলক সস্তার আইফোনও বাজারে আনছে বলে খবর।