Last Updated: Friday, November 2, 2012, 12:42
শুক্রবার ভারতের বাজারে আসছে আইফোন ফাইভ। অ্যাপেলের এই নতুন আইফোনের দাম ৪৫ হাজার থেকে ৫৯ হাজারের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। বাজারে আসার আগেই আগাম বুকিং-এর সীমা পেড়িয়ে আইফোন ফাইভের চাহিদা প্রায় আকাশ ছুঁয়েছে। এয়ারটেলের মাধ্যমে যাঁরা আগাম বুকিং করেছিলেন তাঁরা ফোনটি হাতে পাচ্ছেন আজই। এর পর এই ফোন হাতে পেতে চাইলে অপেক্ষা করতে হবে পাক্কা দু`সপ্তাহ। তবে আগাম বুকিং শুধুমাত্র কালো ১৬ জিবির মডেলেই সীমাবদ্ধ ছিল।