identical twin - Latest News on identical twin| Breaking News in Bengali on 24ghanta.com
যমজ দুই বোনের প্রেমিক এক, প্লাস্টিক সার্জারির সাহায্যে চেহারাও হুবুহু এক

যমজ দুই বোনের প্রেমিক এক, প্লাস্টিক সার্জারির সাহায্যে চেহারাও হুবুহু এক

Last Updated: Monday, April 28, 2014, 21:02

দুই বোন। পৃথিবীতে এসেছেন একসঙ্গে। যমজ দুই বোনের শরীর আলাদা হলেও তাঁরা যেন এক প্রাণ, এক হৃদয়। হরিহর আত্মা এই দুই বোন সবকিছুই করেন একসঙ্গে, প্রেমও করেন একজনের সঙ্গেই। এমনকী, একেবারে হুবুহু একরকম দেখতে হওয়ার জন্য দুজনেই করিয়ে নিয়েছেন একইরম প্লাস্টিক সার্জারি।