Last Updated: Monday, December 16, 2013, 16:17
ইডেন গার্ডেনে সচিন তেন্ডুলকরের শেষ টেস্টে তিনি একেবারে ভিলেন বনে গিয়েছিলেন। স্বর্গোদ্যানে ক্রিকেট ভগবানের শেষ লড়াইয়ে তিনি ছিলেন অসুরের ভূমিকায়। ক্যারিবিয়ান স্পিনার শেন সিলিংফোর্ড নিয়েছিলেন সচিনের উইকেট। ১৯৯ তম টেস্টে সিলিংফোর্ডের বলে ১০ রানে এলবিডব্লু হয়ে গিয়েছিলেন সচিন।