illegal exhumation - Latest News on illegal exhumation| Breaking News in Bengali on 24ghanta.com
তিস্তা শীতলবাদের বিরুদ্ধে মামলায় না সুপ্রিম কোর্টের

তিস্তা শীতলবাদের বিরুদ্ধে মামলায় না সুপ্রিম কোর্টের

Last Updated: Tuesday, February 21, 2012, 17:03

গুজরাট দাঙ্গার একের পর এক ঘটনায় মোদী সরকারকে আদালতের কাঠগড়ায় টেনে আনা তিস্তা শীতলবাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করার উদ্যোগ নিয়েছিল গুজরাট পুলিস। কিন্তু এদিন বিচারপতি আফতাব আলম এবং বিচারপতি রাজেন্দ্রপ্রকাশ দেশাই`কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ সরাসরি শীর্ষ আদালতের এই উদ্যোগে জল ঢেলেছে।