imam conference - Latest News on imam conference| Breaking News in Bengali on 24ghanta.com
ইমামদের সম্মেলনে `কল্পতরু` মুখ্যমন্ত্রী

ইমামদের সম্মেলনে `কল্পতরু` মুখ্যমন্ত্রী

Last Updated: Tuesday, April 3, 2012, 22:19

ইমামদের জন্য ঢালাও প্রতিশ্রুতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মাসিক সাম্মানিক থেকে জমি, বাড়ি এমনকি তাঁদের সন্তানদের জন্য পড়াশুনার খরচও রাজ্য সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। মঙ্গলবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের উদ্যোগে ইমামদের সম্মলনে এই অঙ্গীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।