incredibly rapable i - Latest News on incredibly rapable i| Breaking News in Bengali on 24ghanta.com
ঐতিহাসিক প্রতিবাদের বছর পেরিয়েও আজও নিগৃহীত এদেশের নারী নিরাপত্তা

ঐতিহাসিক প্রতিবাদের বছর পেরিয়েও আজও নিগৃহীত এদেশের নারী নিরাপত্তা

Last Updated: Monday, December 16, 2013, 14:50

এক বছর। ঠিক এক বছর আগে দিল্লির রাজপথে চলন্ত বাসে ধর্ষিত হয়েছিল মেয়েটি। শুধু ধর্ষণেই ক্ষান্ত হয়নি ধর্ষকদের নারকীয় প্রবৃত্তি। মেয়েটির উপর চলেছিল বীভৎস যৌন নিপীড়ন। রক্তাক্ত মেয়েটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল ওরা। এই একটা ঘটনা প্রকাশ্যে আসার পর রাগে ক্ষোভে গর্জে উঠেছিল গোটা দেশ। রাজধানীর রাস্তার সঙ্গেই সমগ্র দেশ সাক্ষী ছিল মানুষের স্বতস্ফূর্ত প্রতিবাদের। আর সেই ধর্ষিত মেয়েটি? হাসপাতালের বিছানায় শুয়ে শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর সঙ্গে অসম লড়াই চালিয়ে গিয়েছিল। শাস্তি চেয়েছিল অপরাধীদের। তার তীব্র জীবনবোধ অপরিসিম অক্সিজেন জুগিয়েছিল দেশ জোড়া আন্দোলনের বুকে। না, মেয়েটি বাঁচেনি। কিন্তু নিজের জীবন দিয়ে সদ্য তরুণী মেয়েটা রাষ্ট্রকে বাধ্য করেছিল আইন বদলাতে। কিন্তু তারপর?