Last Updated: Tuesday, February 21, 2012, 20:34
ভারতীয় মত্সজীবীদের গুলি করে হত্যার অভিযোগে ইতালীয় জাহাজের ২ নিরাপত্তারক্ষীকে গ্রেফতারের ঘটনায় এবার ভারতে আসছেন খোদ ইতালির বিদেশমন্ত্রী গিউলিও টার্জি। মঙ্গলবার ইতালির বিদেশমন্ত্রক জানিয়েছে, সোমবার বিদেশমন্ত্রকের কয়েকজন কূটনীতিককে ভারতে পাঠানো হয়েছে।