indian hokey team - Latest News on indian hokey team| Breaking News in Bengali on 24ghanta.com
লন্ডনে প্রস্তুতি টুর্নামেন্টে ভারতীয় হকি দল

লন্ডনে প্রস্তুতি টুর্নামেন্টে ভারতীয় হকি দল

Last Updated: Tuesday, April 10, 2012, 23:32

অলিম্পিকের আগে লন্ডনে চার দেশীয় হকি টুর্নামেন্টে অংশ নেবে ভারত। অলিম্পিকের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ভারতীয় কোচ মাইকেল নবস। ১৮ সদস্য বিশিষ্ট ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন গোলরক্ষক ভরত ছেত্রী।