indian institute of - Latest News on indian institute of | Breaking News in Bengali on 24ghanta.com
আইআইটি`তে পড়তে হলে স্কুলে উপস্থিতি গুরুত্বপূর্ণ

আইআইটি`তে পড়তে হলে স্কুলে উপস্থিতি গুরুত্বপূর্ণ

Last Updated: Wednesday, February 1, 2012, 16:48

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইটি)-এ ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে স্কুলের পারফর্মেন্সকে। ২০১৩ থেকে দেশের ১৫টি আইআইটি-তে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণির রেজাল্টের উপর কমপক্ষে ৪০ শতাংশ অগ্রাধিকার (ওয়েটেজ) দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড অফ আইআইটিস।