Last Updated: Wednesday, July 11, 2012, 11:24
ট্রেনের ধাক্কায় দু`পা কাটা অবস্থায় রেললাইনেই পড়ে রইলেন এক যাত্রী। দুর্ঘটনার পর ৪০ মিনিট কেটে গেলেও আসেনি রেল পুলিস! উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সা শুরু হতে লাগলো আরও ৩ ঘন্টা! জিআরপি-র সাফাই, রেলের মেমো না আসাতেই তাঁকে উদ্ধার করা যায়নি।