insects - Latest News on insects| Breaking News in Bengali on 24ghanta.com
আজব রেঁস্তোরায় উদরের সঙ্গে পোকামাকড়ের সন্ধি

আজব রেঁস্তোরায় উদরের সঙ্গে পোকামাকড়ের সন্ধি

Last Updated: Friday, August 16, 2013, 11:54

লন্ডনবাসীর জলখাবারের মেনু কি এবার বদলাতে চলেছে? একটি রেস্তোরাঁর সামনের লাইন কিন্তু সেরকমই ইঙ্গিত দিল। কারণ, ওই রেস্তোরাঁয় বিক্রি হয় পোকামাকড় দিয়ে তৈরি মুচমুচে জলখাবার। আর সেসব চেখে দেখতেই উপচে পড়ল ভিড়।রেস্তোরাঁর সামনে লম্বা লাইন। সকলেই উত্সুকভাবে অপেক্ষায়। কারণ, অচেনা খাবারের স্বাদ মিলছে এখানে। তাও কোনও ডলার খরচা না করেই।