Last Updated: Monday, February 10, 2014, 22:51
মধ্যমগ্রাম গণধর্ষণকাণ্ডে অন্তর্বর্তী রিপোর্ট সন্তুষ্ট নয় হাইকোর্ট। চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের নির্দেশদিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। আদালতের নির্দেশ মত আজই ডিআইজি সিআইডি দয়মন্তী সেনের নেতৃত্বে তৈরি বিশেষ দল কলকাতা হাইকোর্টে মধ্যমগ্রামকাণ্ডের রিপোর্ট জমা দেয়। পাশাপাশি রাজ্যের অস্বস্তি বাড়িয়ে মধ্যমগ্রামে কিশোরীর গণধর্ষণের ঘটনার কেস ডায়েরিও তলব করেছে আদালত।