Last Updated: Friday, March 8, 2013, 05:23
আরও চার, পাঁচটা এই দিবস সেই দিবসের সঙ্গে নারী দিবসকে গুলিয়ে ফেলার কোনও মানেই হয় না। এর একটা আলাদা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেই শাস্ত্র থেকেই যে ভাবে মেয়েদের দমন করার চেষ্টা এখনও চলছে, তাতে এই একটা দিন দরকার। আমাদের চারপাশটাকে একটু খুঁচিয়ে দেওয়ার জন্য। আমি আছি, আমরাও আছি বলে দেওয়ার জন্য। আর আমার কাছে নারী দিবস নয় সমস্তটাই `নারী দি বস`।