Last Updated: Friday, January 18, 2013, 11:43
শেষপর্যন্ত মাদক সেবনের কথা নিজে মুখেই স্বীকার করে নিলেন কীংবদন্তী সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং। প্রখ্যাত মার্কিন সঞ্চালক অপরা উইনফ্রেকে দেওয়া সাক্ষাত্কারে জানালেন, প্রতিটি ত্যুর দ্য ফ্রান্সেই মাদকের সাহায্য নিয়েছিলেন তিনি।