Last Updated: Tuesday, April 8, 2014, 19:04
তিনি হলেন ক্যানভাসের `মিস্টার ইন্ডিয়া` বা `দি ইনভিজিবল ম্যান`। অদৃশ্য শিল্পীআশপাশের জগতের অতিচেনা বস্তুর সঙ্গে মানবশরীর মিশিয়ে দিয়ে অদৃশ্য হয়ে যান। এবারও হলেন। তবে এবারটা সাংঘাতিক হৈ হৈ পড়ে গিয়েছে। চিনের শানডংয়ের চিত্র শিল্পী লিউ বোলিন ক্যানাভাসে নিজেকে হারিয়ে দিয়েছেন (ছবিতে)।