Last Updated: Monday, April 21, 2014, 12:22
এবারের আইপিএল একেবারে অন্যরকম। কলঙ্কের কালিতে মেখেই চলছে আইপিএল। একদিকে চলছে তদন্ত, অন্যদিকে চলছে খেলা। আচ্ছা আপনি এবার আইপিএলের কাছে কী চাইছেন। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতা, সঙ্গে সেই আগের জোশ, আর ছক্কা-চার। নাকি মুখোশ পরে থাকা দুর্নীতির সেইসব মুখ যাদের আইপিএল আছে বলেই ফাঁস হচ্ছে। লিখুন আপনি। (নিচের কমেন্ট সেকশনে)