Last Updated: Thursday, April 11, 2013, 13:05
আজ বাদশা কী চিন্তিত নিজেকে ধরা দিতে। যেখানে তাঁকে পাকড়ানো নামুমকিন। হাতে তাঁর একখানি মোক্ষম অস্ত্র সুনীল নারিন। আর মুখোমুখি দাঁড়িয়ে চিনের প্রাচীরের মতো গেইল, কোহলি, ডিভিলায়ার্স। আগের ম্যাচে হায়দরাবাদের সঙ্গে খেলায় অধিনায়ক কোহলি বুঝিয়ে দিয়েছেন নতুন চালও ভাতে বাড়ে। অপরাজেয় কোহলির অনবদ্য ৪৭ বলে ৯৩ রান। আর গেইল ও ডিভিলিয়ার্সকে যত কম বলা যায় ততই ভাল, কারণ তাঁদের ধারালো ব্যাট দিয়ে অনায়াসে বিপক্ষ দলের মুন্ডচ্ছেদ করতে কখনো দ্বিধাবোধ করেন না।