iqbalpur murder case - Latest News on iqbalpur murder case| Breaking News in Bengali on 24ghanta.com
ইকবালপুর কাণ্ড: ধৃতদের আদালতে পেশের সময় গাড়িতে হামলা চালাল উত্তেজিত জনতা

ইকবালপুর কাণ্ড: ধৃতদের আদালতে পেশের সময় গাড়িতে হামলা চালাল উত্তেজিত জনতা

Last Updated: Monday, April 14, 2014, 11:23

ইকবালপুর হত্যাকাণ্ডের তদন্ত ভার নিল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। ঘটনায় মূল অভিযুক্ত সিকন্দরসহ মহম্মদ আমিন আজ আলিপুর আদালতে তোলা হবে। ঘটনায় অভিযুক্ত চার জনের মধ্যে দুজনই নাবালক। এক ধৃতের পরিবার আজ সকালে পুলিসের কাছে বয়সের প্রমাণপত্র জমা দেয়। অভিযুক্ত নাবালকদের আজ পেশ করা হবে জুভেনাইল আদালতে। অন্যদিকে আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল।