Last Updated: Friday, February 14, 2014, 14:01
কিছুদিন ধরেই দেখছেন বেশিরভাগ সময়ই ফোন ধরছে না প্রেমিকা। ধরলেও তুমুল ব্যস্ততা দেখিয়ে রাখি রাখি ভাব। দেখাও করতে চাইছে না। অনেক ভেবে দেখলেন কিন্তু কোনও মনোমালিন্যের হদিস পেলেন না। জিজ্ঞেস করেও পেলেন না উত্তর। কী করবেন আপনি?