Last Updated: Monday, November 21, 2011, 17:11
ভুয়ো সংঘর্ষেই ইশরত জাহান শেখকে খুন করেছিল গুজরাত পুলিস! বিশেষ তদন্তকারী এই রিপোর্ট মেনে নিল গুজরাত হাইকোর্ট। এ ব্যাপারে অভিযুক্ত পুলিস অফিসারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করার জন্য আর আর ভার্মার নেতৃত্বাধীন সিট-কে নির্দেশও দিয়েছে বিচারপতি জয়ন্ত প্যাটেল এবং বিচারপতি অভিলাশা কুমারীর বেঞ্চ।