Last Updated: Tuesday, February 14, 2012, 16:04
ভারত ও জর্জিয়ায় জঙ্গি হামলায় ইরান ও হেজবুল্লার দিকেই অভিযোগের আঙুল তুলছে ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাকের বক্তব্য, ইজরায়েলিদের জীবনযাত্রায় আঘাত হানতে বিশ্বজুড়ে তাদের বিরুদ্ধে কার্যকলাপ চালাচ্ছে ইরান ও হেজবুল্লা।