Last Updated: Sunday, January 12, 2014, 11:12
ফের বিতর্কে উত্তর দিনাজপুরের ইটাহার মেঘনাদ সাহা কলেজ। এক্সপেল করা সত্ত্বেও উত্তীর্ণের তালিকায় নাম তৃণমূল নেতার স্ত্রী পম্পা পাল। প্রশ্ন উঠছে তাহলে কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি? সংবাদমাধ্যম খবর সংগ্রহ করতে কলেজে পৌঁছনোর সঙ্গে সঙ্গে অবশ্য ছিঁড়ে ফেলা হয় পম্পা পালের রেজাল্টের লিস্ট। চাপের মুখে শেষ পর্যন্ত রেজাল্ট পাল্টায় বিশ্ববিদ্যালয়।