Last Updated: Friday, December 14, 2012, 21:12
ভারতীয় বংশোদ্ভূত নার্স জাসিন্থা সালডানহার ইনক্যোয়েস্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। নিজের প্রাণ নেওয়ার আগে
তিন তিনটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন জাসিন্থা। তার মধ্যে একটিতে তাঁর সরাসরি অভিযোগ, সহযোগিতা নয়,
রেডিও জকিদের `প্র্যাঙ্ক কলের` পর থেকে সহকর্মীরা তাঁর প্রতি বিরূপ আচরণই করেছেন।