Last Updated: Saturday, October 13, 2012, 13:08
শনিবার সকালেই ছাড়া পেয়ে গেলেন `ইন্ডিয়ান আগেনস্ট কোরাপসন`-এর অন্যতম সদস্য অরবিন্দ কেজরিয়াল ও তাঁর সাঙ্গপাঙ্গরা। কংগ্রেস-কেজরিয়াল কাজিয়ায় নয়া মোড়
এনে কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদের স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন কেজরিয়াল। খুরশিদের সংস্থাটিতে দুর্নীতির অভিযোগ এনে তার বৈধতা নিয়ে প্রশ্ন
তোলেন তিনি। শুক্রবার সালমান খুরশিদের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে মিছিল করে যাওয়ার সময় দিল্লি পুলিস এই একদা সমাজকর্মী অধুনা
রাজনীতিবিদ ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে।