Last Updated: Thursday, April 18, 2013, 09:38
বেঙ্গালুরুতে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে আজ হাসপাতালে যাচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী জগদীশ সেট্টার। অন্যদিকে, বিস্ফোরণস্থলে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে `ন্যাশনাল ইনভেসটিগেশন এজেন্সি`(এনআইএ) ও `ন্যাশনাল সিকিউরিটি গার্ড`(এনএসজি) -এর প্রতিনিধি দল। ফরেনসিক ল্যাবরেটরির প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে বিস্ফোরক তৈরি করতে সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। একটি বাইকের মধ্যে বোম লোকানো ছিল বলে সূত্রের খবর। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী অপরাধীদের ছবি আঁকার চেষ্টা করা হচ্ছে পুলিসের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউই। মুম্বইতে `হাই অ্যালার্ট` জারি করা হয়েছে।