Last Updated: Friday, November 18, 2011, 16:21
উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে দু`দশকের পুরনো একটি মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই অভিযোগ জানিয়ে ১৯৯০ সালের `জামনগর পুলিস হাজতে হত্যা মামলা` থেকে রেহাই চেয়েছিলেন সঞ্জীব ভাট।