Last Updated: Monday, November 12, 2012, 19:44
ভারতে সফরে এলেই আক্রমণের প্রথম নিশানা তিনিই। ব্যাপরটা বহু বছর ধরেই চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হল না। সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে মুখ খুলে চাপে রাখার কৌশ্যল নিয়ে সিরিজ শুরুর ডঙ্কা বাজিয়ে দিল ইংল্যান্ড। সাদা চোখেই ব্যাপরটা অনেকটা পরিষ্কার। সচিনকে কথার বাউন্সার মেরে বাইশ গজে কোণঠাসা করা। ব্যাপরটা অবশ্য এর আগে অনেকবার বুমেরাং হয়ে ফিরে এসেছে তবু কুক-অ্যান্ডারসনরা সেই রাস্তাতেই হাঁটলেন। এই কৌশল্যকে ঠাট্টা করে ক্রিকেটমহল বলে সচিন রাজনীতি!