Last Updated: Wednesday, December 26, 2012, 21:50
ফুটবলে দুঃসময় চললে কী হবে, ক্রিকেটে ডার্বি জিতে সবুজ মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটালেন সামি আমেদ, লক্ষ্ণীরতন শুক্লরা। গঙ্গা পাড়ের ক্লাবে ফুটবলে দীর্ঘদিন ট্রফি নেই, ক্রিকেটে কিন্তু এল। তাও আবার ইস্টবেঙ্গলকে হারিয়ে।