Last Updated: Wednesday, December 14, 2011, 16:58
জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডে ধৃত সাংবাদিক জিগনা ভোরাকে ৫ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। এই ঘটনায় আরেক অভিযুক্ত, ছোটা রাজনের সহযোগী জোসেফ পলসনকেও ৫ তারিখ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।