jindal project - Latest News on jindal project| Breaking News in Bengali on 24ghanta.com
শালবনিতে স্থগিত জিন্দাল প্রকল্প

শালবনিতে স্থগিত জিন্দাল প্রকল্প

Last Updated: Sunday, April 28, 2013, 15:20

স্থগিত হয়ে গেল শালবনিতে জিন্দালদের ইস্পাত প্রকল্প। সংস্থার চেয়ারম্যান সজ্জন জিন্দাল জানিয়েছেন, দীর্ঘকালীন ভিত্তিতে আকরিক লোহার সরবরাহ নিশ্চিত করতে না পারাতেই প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।