Last Updated: Tuesday, September 18, 2012, 20:17
রাফায়েল নাদালের কেরিয়ারে বোধহয় সত্যিই এবার প্রশ্নচিহ্ন পড়ে গেল। সবাইকে চমকে দিয়ে নিজের টেনিস ভবিষ্যত
নিয়ে সন্দেহ প্রকাশ করে ফেললেন স্বয়ং নাদাল! গত সোমবারই `ভ্যানিটি ফেয়ার` ম্যাগাজিনের স্প্যানিশ এডিশনের
বিচারে বছরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে নির্বাচিত হয়েছিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। আর ওই দিনই একটি ইংরেজি
ম্যাগাজিনে প্রকাশিত রাফার সাক্ষাৎকার পড়ে হতাশ সারা বিশ্বের অগণিত নাদালভক্ত সহ তামাম টেনিস কুল।