Last Updated: Friday, December 14, 2012, 12:30
দ্বিতীয় দিনের শুরুটা যেভাবে হয়েছিল, তাতে একটু হলেও ফের ভাঁজ দেখা গেল ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কপালে। তাঁর গেম প্ল্যানে জাদেজা ও পীযুষ চাওলা কাল বাজিমাত করায় ইংল্যান্ড কিছুটা ব্যাকফুটে ছিল। কিন্তু দ্বিতীয় দিনে চা-পানের আগের পর্যন্ত প্রায়র ও জো রুট ১০৩ রানের পার্টনারসিপ দিয়ে লড়াইয়ে ফিরিয়ে আনে ইংল্যান্ডকে।