Last Updated: Wednesday, May 2, 2012, 15:30
মুর্শিদাবাদে জোটে ভেঙে গিয়েছিল আগেই। এবার জোটে ফাটল নদিয়াতেও। কুপারস্ কেলেঙ্কারির জেরে আগামী পুরসভা ভোটে তৃণমূলের সঙ্গত্যাগের সিদ্ধান্ত নিয়েছে নদিয়ার কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতিগ্রস্ত জেলা কংগ্রেসের সঙ্গে ভবিষ্যতে জোটধর্ম পালন করবেন না তাঁরা।