Last Updated: Monday, July 9, 2012, 13:58
উপ-রাষ্ট্রপতি পদে হামিদ আনসারিকেই প্রার্থী করতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জনতা দল (সেকুলার)র নেতা এস ডি দেবেগৌড়ার। সূত্রে খবর, উপ-রাষ্ট্রপতি পদে হামিদ আনসারিকে প্রার্থী করার বিষয়ে দু`জনের কথা হয়েছে।