judo - Latest News on judo| Breaking News in Bengali on 24ghanta.com
রোয়িং, জুডো, ভারত্তোলনে ব্যর্থ ভারত

রোয়িং, জুডো, ভারত্তোলনে ব্যর্থ ভারত

Last Updated: Tuesday, July 31, 2012, 19:39

মঙ্গলবার বিভিন্ন ইভেন্টে শুধুই হতাশা ভারতের কাছে। জুডো থেকে ভারোত্তোলন-সবেতেই শুধুই ব্যর্থতা। কিছুটা আশা জাগালেও রোয়িংয়েও সেই ব্যর্থতার কাহিনী। কারও নজরই ছিলনা রোয়িংয়ে। কিন্তু সবাইকে চমকে পঞ্জাবে স্বর্ন সিং ভির্ক পৌঁছে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে।